কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৬ষ্ট পর্ব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভাপতিত্ব করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহষ্পতিবার ওই সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী মাধ্যমিক বিদ্যালয় ও বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বামনখালি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ইউএনও মনিরা পারভীন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান দুটির বিভিন্ন বিষয়গুলো সরেজমিনে দেখেন। ক্লাসরুমে গিয়ে কথা বলেন শিক্ষার্থীদের সাথে। পরে ভূমি অফিসের সার্বিক পরিবেশ, কার্যক্রম এবং বিভিন্ন খাতাপত্র ও ফাইল দেখেন।
অপরদিকে, ইউএনও মনিরা পারভীন তাঁর কার্যলয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডলসহ অন্যরা।
অফিসিয়াল ও রাষ্ট্রীয় কর্মসূচিতে গত দু’দিন ধরে ব্যস্ত সময় পার করছেন ইউএনও মনিরা পারভীন।
কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ন্যাশনাল সার্ভিসের সভায় নবাগত ইউএনও
পূর্ববর্তী পোস্ট