তরিকুল ইসলাম লাভলু : ধর্ম যার যার উৎসব সবার এমনি প্রত্যয়ে ঘরে ঘরে খুশির আমেজ নিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা কালিমাতা পূজামন্ডপে ও নলতা চৌমোহনী পূজা মন্ডপে সম্পন্ন করা হয়েছে প্রতিমা তৈরির কাজ।
নলতা কালিমাতা মন্দির কমিটি ও যুব কমিটির আয়োজনে নলতা কালিমাতা সার্বজনীন পূজামন্ডপসহ একাধিক জায়গায় জাঁকজমকপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসব পলিত হবে। নলতা কালিমাতা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালনের জন্য পূজা মন্ডপগুলো ও বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির গেট ও প্যান্ডেল চোঁখ জুড়ানো সাজে সজ্জিত হয়েছে। নলতা কালিমাতা পূজা মন্ডপের প্রধান প্রবেশ পথে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশাল আকৃতির গেট। ডিজিটাল লাইটিংয়ের মাধ্যমে মায়ের প্রতিমা দর্শনসহ ২৭ সেপ্টেম্বর রাতে দেশের বিভিন্ন অঞ্চলের নামকরা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পূজামন্ডপ এলাকায় বিভিন্ন দোকানীরা ইতোমধ্য ক্রেতাদের মন সন্তুষ্ট করার জন্য দোকানগুলো বিভিন্ন সাজে সজ্জিত করেছে। ছোটরা অধির আগ্রহে আনন্দঘন এই দিনটি গুনছে কবে আসবে সেই আনন্দঘন শারদীয় উৎসবের দিনটি! পূজায় যেয়ে নিজেদের পছন্দের খাবার ও রং বেরংয়ের খেলনা কিনবে এমনই প্রত্যাশা তাদের ।
পূজায় দর্শনার্থী নারী, পুরুষ ও শিশু তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা যাতে নির্বিঘেœ পূজা দেখাসহ স্বাচ্ছন্দে ঘোরাফেরা করতে পারে সেজন্য আয়োজক কমিটির আহবানে মন্ডপগুলোতে বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জন্য তৎপর থাকবে বলে থানা সুত্রে জানা গেছে। শারদীয় দুর্গাপূজার সার্বিক বিষয়ে নলতা কালিমাতা মন্দির কমিটির সভাপতি বাবু নির্মল কুমারের সাথে আলাপকালে তিনি জানান, সকলের সহাযোগিতায় বিগত বছরের চেয়ে আরো জাঁকজমক ও শান্তিপূর্ণ পরিবেশে এবছর শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি।
এছাড়া যার যার ধর্ম পালনে যাতে কোনো ধরণের বিঘœ না ঘটে সেজন্য ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আযান ও নামাজের সময় পূজা মন্ডপগুলোতে নিরবে উৎসব পালন, পূজাকে কেন্দ্র করে কোনো জুঁয়ার আসর না বসানো,শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে বিশেষ করে সন্ধ্যার পর মন্ডপগুলোতে নারী-পুরুষ চলাচলে বাড়তি দৃষ্টি রাখা, নিরাপত্তার প্রয়োজনে পূজার সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করার মাধ্যমে এক অপরের মধ্যে সম্প্রীতির ভাব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ম আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এদিকে হিন্দু বা সনাতন ধর্মাাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব নির্বিঘেœ পালনের জন্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নলতায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
পূর্ববর্তী পোস্ট