শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়া ১৪৬ নং বিড়ালাক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বিধি মোতাবেক গঠিত প্রস্তাবিত কমিটি অনুমোদনের নিমিত্তে স্থানীয় এম.পি,বরাবরে আবেদন করা হয়েছে। এলাকার ইউ.পি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সুপারিশকৃত শতাধিক লোকের স্বাক্ষরিত এই আবেদনে জানানো হয়, এলাকাবাসীর সহায়তায় ওহায়েদ বক্স মোড়ল, আহম্মদ আলী মোড়ল ও আরশাদ আলী মোড়লের দানকৃত ভূমির উপর ১৯৮৮সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহাঃ জিয়াউল হক অত্যন্ত নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা, আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার নিকট পরিচয় বহন করতে সক্ষম করেছে। গত ২ সেপ্টেম্বর ২০১৬ স্কুলের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রধান শিক্ষক সরকারি বিধি মোতাবেক কমিটি গঠন করতে উদ্যোগী হলে অযোক্তিক প্রতিবন্ধকতা আসে। এলাকা সুত্রে প্রকাশ, বিধি মোতাবেক বিদ্যুৎসাহী সদস্য হিসেবে জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার স্বাক্ষরিত মহিলা ও পুরুষ সদস্য মনোনীত করেছেন। এ পদে এম.এ ডিগ্রীধারী আব্দুল গফুরকে মনোনীত করায় প্রতিদ্বন্দি সাইদুর রহমানের গাত্রদাহ সৃষ্টি হয়। এম.পির উপর অখুশী হয়ে মোকছেদ সানা, মুজিবর সানা ও দাউদ হোসেনের ইন্ধনে কমিটি গঠনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মোকছেদ সানা ও মুজিবর সানা জামায়াতের নাশকতার মামলার চার্জসীট ভূক্ত আসামী। তারা এম.পি স্বাক্ষরিত মনোনীত সদস্যদেরকে কোনভাবেই মেনে নিতে পারছেনা। সাইদুর রহমানের পিতা দাউদ হোসেন বিদ্যালয়ের জমি বা কোন সম্পদ না দিয়ে প্রতিষ্ঠাতা/দাতা সদস্য দাবী করায় গ্রহন যোগ্যতা ব্যাহতের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে সাইদুর রহমানের ষড়যন্ত্র ফাঁস হওয়ায় সর্বত্রে নিন্দার ঝড় উঠেছে। তাই এলাকাবাসী জরুরি ভিত্তিতে বিধিগতভাবে বিদ্যালয়টির কমিটির অনুমোদনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পূর্ববর্তী পোস্ট