মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, বিজিবি ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা এন.এস.আইয়ে’র উপ- পরিচালক মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাসিষ সরদার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, সদর সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ।
জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন পয়েন্টে সিসি টিভির আওতায় আনার বিষয়ে প্রস্তাব গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বন্ধে উদ্যোগ, মাদক বন্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরা বাস টার্মিনাল ও সদর হাসপাতাল এলাকায় অবৈধ যান বাহনের টার্মনাল তৈরি হওয়ায় যানজট বৃদ্ধি বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ, জঙ্গি তৎপরতা রোধ সংক্রান্ত, জেলার রাস্তাঘাট সংস্কার সংক্রান্ত একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী সেপ্টেম্বর ২০১৭ মাসে মামলা হয়েছে ২শ’ ১০টি। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট