আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে ইউপি সদস্য আলতাফ হোসেন সানা কতৃক পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে মারপিট ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে উপজেলার শিক্ষক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। থানায় দায়েরকৃত এজাহারে সূত্রে জানাগেছে, বুধহাটা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন সানা প্রধান শিক্ষক আরিফুল ইসলামের কাছে স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ করতে গেলে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। গত ৭ অক্টোবর নিয়োগ বোর্ডের মাধ্যমে স্কুলে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়। ঐ দিন দুপুরে তিনি স্কুলে গিয়ে চাঁদার টাকা দাবী করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ হয়েছে টাকা দিব কি করে বললে, তিনি হুমকী দিয়ে চলে যান। এদিন সন্ধ্যায় প্রধান শিক্ষক বাজারে গেলে মেম্বার প্রধান শিক্ষককে পথ আটকে টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করলে শিক্ষককে বেদম মারপিট করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে রাতেই আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষক বাদী হয়ে থানায় এজাহার (নং ৪ তাং ৭/১০/১৭) রুজু করেন। শিক্ষককে প্রকাশ্য বাজারে নির্মম ও চরম অমর্যাদাকর অবস্থায় মারপিটের ঘটনায় শিক্ষক সমাজ ও এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের নিকট আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সচেতন মহাল।
বুধহাটায় প্রধান শিক্ষককে জখমের ঘটনায় মামলা
পূর্ববর্তী পোস্ট