মালয়েশিয়ায় চলতি বছর সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গি সন্দেহে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সবাই জঙ্গি সংগঠন আইএসের সদস্য বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ গোলাম রাব্বানি, রেদওয়ানুল আজাদ ও মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া জঙ্গি সন্দেহে বিভিন্ন দেশের আরো ৪২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক তান শ্রী মোহাম্মদ ফুজি এক বিবৃতিতে জানান, এ বছরের জানুয়ারি থেকে গত ৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জঙ্গিরা বিভিন্ন দেশের সশস্ত্র ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য। এদের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।