শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে কুড়িয়ে পাওয়া মাছুম বিল্লাহ(১৬) নামক এক কিশোরকে ইট ভাটা শ্রমিক হিসেবে নিয়ে যেতে না পেরে ব্যাপক মারপিট করে রক্তাক্ত জখম করেছে ভাটা সর্দার। স্থানীয়রা মাছুম বিল্লাহকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। একাধিক সূত্রে জানা যায়, চিংড়ীখালী গ্রামের আব্দুল মজিদের পৌষ্য পুত্র মাছুম বিল্লাহকে সোনার মোড় বাজারে মোবাইল ফোনে ডেকে আনা হয়। ১৪ অক্টোবর বিকাল ৫টার দিকে ইট ভাটা শ্রমিক হিসেবে বরিশালে নিয়ে যেতে কাছারী ব্রিজ বাজার সংলগ্ন ভাটা সর্দার মিলনের সাথে কথা কাটাকাটি হয়। এ নিয়ে এক পর্যায়ে মিলন তার শ্রমিকদের দিয়ে মাছুম বিল্লাহকে ব্যাপক মারপিট করে। স্থানীয়রা মাছুম বিল্লাহকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। মাছুম বিল্লাহকে বিগত প্রায় ১৬ বৎসর পূর্বে চিংড়ীখালীতে ১ দিনের বয়সী অবস্থায় পাওয়া যায়। পিতৃ ও মাতৃহীন এ শিশুকে নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শ ক্রমে জনৈক দরিদ্র কৃষক আব্দুল মজিদ তার লালন পালনের ভার গ্রহণ করেন। আব্দুল মজিদ অতি কষ্টে মাছুম বিল্লাহকে চিংড়ীখালী হাইস্কুলের ৯ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করাতে পেরেছিলেন। দারিদ্রতার কারনে গত ২ বছর যাবৎ মাছুম বিল্লাহ লেখা পড়া থেকে বিরত থাকে। মাছুম বিল্লাহকে মারপিটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।