ম্যাচের আগের দিন সম্মান জানিয়ে তাজিকিস্তান কোচ মুবিন আরগাসেভ বলেছিলেন, ‘কেবল বাংলাদেশই পারে তাজিকিস্তান এবং উজবেকিস্তানকে রুখে দিতে।’ স্বাগতিক কোচের কথাকে শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত করে ছাড়লেন মাহবুব হোসেন রক্সির শিষ্যরা।
মঙ্গলবার এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেই খুশি থাকতে হচ্ছে শক্তিশালী তাজিকিস্তানকে।
টুর্নামেন্টের গ্রুপ ‘বি’তে অংশ নেওয়া তিন দক্ষিণ এশিয়ান দলের মধ্যে বাংলাদেশকেই বেশি আমলে নিয়েছিল স্বাগতিক তাজিকিস্তান। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়ায় লাল-সবুজদের প্রতি সমীহই ছিল স্বাগতিক কোচের।
আগামী ২ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফে দ্বীপ রাষ্ট্রটিকে ২-০ গোলে হারিয়েছিল শক্তিশালী তাজিকিস্তানকে রুখে দিল বাংলাদেশ বাংলাদেশ।