ভারতে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও জঙ্গি মানসিকতার প্রবেশ করছে বলে দাবি করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা কমল হাসান (৬২)। বৃহস্পতিবার তামিলনাড়ু রাজ্য থেকে প্রকাশিত ‘আনন্দ ভিকেতন’ নামে একটি সাপ্তাহিক পত্রিকায় তাঁর নিয়মিত কলামে তিনি এ দাবি করেন।
আগামী ৭ নভেম্বর নিজের জন্মদিনে ভারতে নতুন রাজনৈতিক দলের জন্ম দিতে চলেছেন কমল হাসান। তার আগে ভারতে জঙ্গিবাদ নিয়ে সোজাসাপ্টা মুখ খুললেন তিনি।
কমল হাসান জানান, জঙ্গিবাদের প্রসঙ্গে বারবারই হিন্দু সংগঠনগুলো অন্য ধর্মের গোঁড়ামিকে দায়ী করে। কিন্তু আগে হিন্দু ধর্মও বিশ্বাস করত আলাপ আলোচনায়, সেখানে হিংসার স্থান ছিল না। কিন্তু ইদানীং সব পালটে গেছে। বর্তমানে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যেই ঢুকে গেছে জঙ্গি মানসিকতা।
অভিনেতা বলেন, জঙ্গিবাদ নিয়ে অন্য ধর্মকে দোষ দেওয়ার আগে হিন্দু সংগঠনগুলির উচিত নিজেদের দিকে ফিরে তাকানো।