দেবহাটা প্রতিনিধি : দেবহাটা সখিপুর প্রধান সড়কে কয়েক দিন বন্ধ থাকার পর শর্ত সাপক্ষে ১০ টি ট্রাক চলাচল করার অনুমতি দিল স্থানিয় নেতৃবৃন্দরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা বাইপাস সড়ক নির্মানের স্বার্থে এবং দেবহাটা-সখিপুর সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাসে প্রতিদিন রাতে বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে বলে ঘোষনা দিলেন স্থার্নীয় জনপ্রতিনীধিরা। বুধবার বিকাল ৪ টায় ঈদগাহ বাজার শহীদ মিনার চত্তরে স্থার্নীয় জনসাধারনের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে জবাবদিহীতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সখিপুর ইউপি সদস্য আবুল হোসেন, জগন্নাথ মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন খোকন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
দেবহাটা-সখিপুর সড়কে শর্ত সাপক্ষে ট্রাক চলাচলের অনুমতি
পূর্ববর্তী পোস্ট