নিলামে হীরার আংটি, পুরনো ঘড়ি, দুর্লভ শিল্পকর্মসহ কত কিছুই না বিক্রি হয়। কিন্তু নিলামে যে মানুষ বিক্রি হয়- এমন খবর শুনলে হতবাক হতে হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিশেষ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
বুধবার একটি ভিডিও সিএনএন প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায়, নিলাম পরিচালনাকারী ৮০০, ৯০০, ১০০০, ১১০০ হাঁকছেন। দুই জন মানুষকে বিক্রি করতেই এই নিলাম ডাকা। সেই দুই জনের পরিচয় এখনো বের করতে পারেনি সিএনএন। নাইজেরিয়ার এক ব্যক্তি ফোনে ভিডিওটি ধারণ করেন। নিলামকারী ‘বড় এবং শক্তিশালী যুবকদের’ একজনকে তার কাছে বিক্রিও করতে চেয়েছিল।
লিবিয়াতে চলছে এই নিলাম। সিএনএন বিক্রি হওয়া দুই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত এবং কাউকে বিশ্বাস করতে পারছে না।