নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বেলা ১১ টায় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু ব্যোমকেশ চাটার্জীকে সংবর্ধনা ও তাঁর নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি মো. তারিকুল ইসলাম।
সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মো. আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাষ, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফুর গাজী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আইপি সদস্য আহম্মেদ আলী,বাপ্পীসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন-আমাদের সন্তানদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা জাগিয়ে তুলতে হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে এসব শিক্ষার্থী নিজেদের মেধার পূর্ণ বিকাশ ঘটাবে। তিনি পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, বিতর্কসহ সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীতে দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একইভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এখন থেকেই স্বপ্ন দেখতে হবে।
সাবেক প্রধান শিক্ষক ব্যোমকেশ চাটার্জীকে সংবর্ধনা
পূর্ববর্তী পোস্ট