পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে একব্যক্তি রক্তাক্ত জখম। জখমকৃতকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বুধবার সকালে বাইনবাড়িয়া গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউপির বাইনবাড়িয়া গ্রামের মৃত সতিশ চন্দ্র সানার ছেলে সুশান্ত কুমার সানা (৪৫) এর সাথে একই এলাকার মৃত অমরেন্দ্র নাথ সানার ছেলে পরিতোষ কুমার সানার সহিত দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে সুশান্ত কুমার সানা ধাপার বিলে মাছ কেনার উদ্দেশ্যে যাওয়ার পথে বাইনবাড়িয়া অনিল বাবুর বাড়ির সামনে রাস্তার উপর পৌছালে পরিতোষ সানা ও তার স্ত্রী শৈবালিনী সানা সহ ২-৩ জন তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কারণ জানতে চাইলে অতর্কিতভাবে পরিতোষের হাত থাকা দা দিয়ে সুশান্তের মাথায় কোপ দিলে সে রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী শৈবালিনী ও অন্যরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী পেটাতে থাকে এবং তার কাছে থাকা টাকা ও একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সুশান্ত নিজে বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করে।
পূর্ববর্তী পোস্ট