কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা সদরের রোকেয়া মনসুর মহিলা কলেজে জেলার ২৬তম রোভার ব্যাচ কোর্স ও ৩১তম মেটকোর্স উদ্বোধন করা হয়েছে। রোভার স্কাউটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। বাংলাদেশ রোভার স্কাউটস সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক দেবহাটার সখীপুর খান বাহাদুর আহছান উল্যা কলেজের শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সহ-সভাপতি নারায়ণগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি দেবহাটার কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবহাটার হাজী কিয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক এসএম আসাদুজ্জামান, জেলা কমিশনার পাটকেলঘাটা হারুনর রশিদ কলেজের শিক্ষক এএসএম আব্দুর রশিদ, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, জেলা রোভার স্কাউট লিডার (ডিআরএসএল) কালিগঞ্জ কলেজের শিক্ষক ইয়াছিন আলী প্রমুখ। এসময় আরএসএল কামাল হোসেন, রুহুল আমিন, সৈয়দ মাহমুদুর রহমান, আবু জাফর, দীণেশ মন্ডল, তানভীর আহম্মেদ, সির্দ্ধার্থ শংকর, আবু জাহিদ, পবিত্র মন্ডলসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী কোর্সে ১৭ টি কলেজের মোট ১৩০ জন রোভার অংশগ্রহণ করছেন। আগামী ২৫ অক্টোবর কোর্স শেষ হবে বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট