এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু: কালিগঞ্জে মোবাইল ছিনতাইকালে জনতা দু’জনকে আটক করেছে। তারা হলো উপজেলার গণপতি গ্রামের মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে শেখ বাপ্পী (২২) ও শীতলপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে আশিক এলাহী (১৮)। এসময় তাদের অপর এক সহযোগী পালিয়ে গেছে।
এলাকাবাসী ও থানা সত্রে জানা যায়, উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের শওকাত আলীর ছেলে খায়রুল ইসলাম (১৮) গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নলতা থেকে বাই-সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল। মোবাইলে কথা বলা অবস্থায় চালিতাবাড়িয়া নামক স্থানে পৌছালে ওই তিন ছিনতাইকারী পিছন দিক থেকে এসে মোবাইলটি ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে কালিগঞ্জের দিকে যেতে থাকে। এসময় খায়রুল ইসলামের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ভাড়াশিমলা মোড় এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শেখ বাপ্পী ও আশিক এলাহীকে আটক করলেও তাদের সহযোগী শীতলপুর গ্রামের রব্বানীর ছেলে আরিফ (২০) দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দু’জনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে খায়রুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।
পূর্ববর্তী পোস্ট