কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে পাচারের শিকার ব্যাক্তিকে জীবিকা নির্বাহের জন্য সেলাইমেশিন ও ছিট কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা প্রাঙ্গণে পাচারের শিকার সারভাইজারের হাতে এ সহযোগিতা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম) এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সৌজন্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। রূপান্তর কালিগঞ্জ শাখার এফও শেখ সাব্বির আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রূপান্তরের সিসিটি কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ। উল্লেখ্য রূপান্তর এ পর্যন্ত ৪৪ জন পাচারের শিকার ভিকটিদের স্বাস্থ্যসেবা, ২০ জনকে আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও ১৭ জনকে আয়বর্ধকমুলক কাজে সম্পৃক্ততা করণের জন্য গরু, ছাগল, মুরগী, সেলাইমেশিন, মুদিদোকানের মালামাল, ভ্যানসহ বিভিন্ন মালামাল প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের ওডাব্লউ রায়হান খান ও রাজবুল হাসান রাজু।
পূর্ববর্তী পোস্ট