কালিগঞ্জ ব্যুরো : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঢাকা রেন্সকোর্স ময়দানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রার: এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রমান্য ঐতিহ্যে‘র স্বীকৃতি লাভ করায় কালিগঞ্জের সর্বস্থরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভা ও বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় উৎসবের অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদীয় আসন ১০৮-সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য এসএম জগলুল হায়দার আনন্দ উৎসব ও শোভাযাত্রার অনুষ্ঠানিক উদ্বোধন করেন। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মাঠ প্রাঙ্গণে অবস্থিত আনন্দ উৎসবের মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুদ্ধকালিন (বিএলএফ) কমান্ডার আলহাজ্ব খান আসাদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ, ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার প্রমুখ। পারে সরকারি কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র ওরা ১১জন প্রদর্শিত ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি ও গুনি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
কালিগঞ্জে ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
পূর্ববর্তী পোস্ট