কলারোয়া প্রতিনিধি : অবৈধ পথে ভারতে দেশে আসার পথে দুই বাংলাদেশী যুবতীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার ভোর রাতে দেশে প্রবেশের পর কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়। আটকৃতরা হলেন, গাজীপুর জেলার বোর্ড বাজার জয়দেবপুর এলাকার মৃত, শাহআলমের মেয়ে আমেনা আক্তার শান্তি (১৯) এবং একই এলাকার আব্দুল খলিলের স্ত্রী রোকসানা বেগম (২০)। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক আয়নুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারত থেকে অবৈধ পথে দুই বাংলাদেশী নারী দেশে প্রবেশ করে কলারোয়া সীমান্তের কেড়াগাছি এলাকায় অবস্থান করছে। তিনি বলেন, এ সময় তার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে সীমান্তের কেড়াগাছি এলাকায় মেইন পিলার ১৩/৩ এস ৩ আর বি সন্নিকটে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে অবস্থান করা অবৈধ পথে ভারত থেকে আসা দুই বাংলাদেশী যুবতীকে আটক করা হয়। আটকের পর তাদেরকে কলারোয়া থানা পুলিশে সোপার্দ করা হয়। আটক যুবতী আমেনা আক্তার শান্তি ও রোকসানা বেগম জানান, ভারতে মোটা অংকের বেতনের চাকুরীর কথা বলে এক প্রতারক তাদেরকে অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে সেখানে কোন কাজ না পাওয়ায় তারা দেশে ফিরে আসছিলো। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করা দুই বাংলাদেশী যুবতীকে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে কলারোয় থানায় সোপার্দ করেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক আয়নুল হক বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং (২৭/৩১৫) দায়ের করেছে। আটকৃত যুবতীদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট