ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, মহিলা সদস্য রোজিনা কান্টু, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কমিশনার শৈলেন্দ্র নাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট