যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরিজা মেকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে আটক করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাইমুর জাকারিয়া রহমানকে (২০)। আজ বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
দ্য গার্ডিয়ান বলছে, অভিযোগ আছে, লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বোমা ও ছুরি মেরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার ছক এঁকেছিলেন নাইমুর।
এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মাদ আকিব ইমরানকে (২১) সহযোগিতা করার অভিযোগও উঠেছে নাইমুরের বিরুদ্ধে। ইমরান জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে যুক্তরাজ্য ছাড়তে চেয়েছিল। উভয়কেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করা হয়েছে।
গত ২৮ নভেম্বর নাইমুর ও ইমরানকে আটক করে পুলিশ। পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর ধার্য করা হয়েছে।