নুরনগর থেকে পলাশ দেবনাথ : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে সারাদেশের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচী পালিত হয়েছে।দিনের শুরুতেই সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী সহ নুরনগর বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলোন করতে দেখা যায়। অনুষ্ঠানের শুরুতেই নুরনগর ইউনিয়ন পরিষদে সকাল ৮টায় নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ পতাকা উত্তোলন করেন। সকাল ৮টা ৩০মিনিটে নুরনগর ইউনিয়ন পরিষদ,নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়,নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নুরনগর ইউনিয়ন আ”লীগ একযোগে অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে এক বিজয় র্যালী বের করে। র্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়। শিক্ষার্থীদের নিয়ে নবীন সংঘ মাঠে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উক্ত সভায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ নেন। র্যালীটির নেতৃত্ব দেন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ। নুরনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, নুরনগর ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি এস এম আব্দুল কাদের, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,ইউপি সদস্য মীর আলী মোল্যা, ইউপি সদস্য জমাত আলী, নুরনগর পাবলীক লাইব্রেরীর সভাপতি সওকাত ওসমান, নবীন সংঘের সাধারন সম্পাদক দেবাশীষ ঘোষ ও উভয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সকাল ৯টা ৩০মিনিটে নুরনগর মহিলা দাখিল মাদ্রাসার উদ্যেগে এক বিজয় র্যালী বের করে। উক্ত র্যালীতে নেতৃত্ব দেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি এস এম সোহেল রানা বাবু ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এরপর সকাল ১০টায় উত্তর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ্য সমাজ কল্যান সংস্থা এক সাথে শিশুদের নিয়ে বিজয় র্যালী বের করে। এছাড়া ইউনিয়নের অন্যান্য এনজিও প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনভর নানাবিধ কার্যক্রম পালন করা হয়।