ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। সড়ক ও জনপদের সূত্রে জানাযায় শ্যামনগর উপজেলার কাচড়াহাটি নন্দি গ্রামের নেদু মাঝির ছেলে ঔষধ ব্যাবসায়ী মোঃ সামছুর রহমান শ্যামনগর উপজেলার সদরের সন্নিকটে কাচড়াহাটি গ্রামে অর্থাৎ কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের একেবারে পাশে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে ভবন নির্মানের কাজ চলমান রাখিয়াছে। সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সাতক্ষীরা থেকে বিগত ১০/১২/১৭ খ্রি ১২১৭/১(৫) স্মারকে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারনের অনুরোধ জানানো হলেও সামছুর রহমান তা করেননি। সড়ক ও জনপদ থেকে প্রেরিত চিঠিতে সামছুর রহমানকে বলা হয়,সওজ সরকারি জমিতে আপনি অবৈধভাবে পাকা ঘর গড়িয়া তুলিতেছেন এবং অবৈধভাবে সরকারি সম্পত্তি গ্রাস করার পায়তারা করছেন যা বাংলাদেশ সরকার এবং স্থানীয় কতৃপক্ষের ভূমি ও বিল্ডিং অধ্যাদেশ ১৯৭০ এর ধারার পরিপন্থী। এমতাবস্থায় পত্র প্রাপ্তির ০৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারনের জন্য অনুরোধ জানানো হইল।অন্যথায় নির্ধারিত সময়ের পর আইননুসারে উক্ত অবৈধ স্থাপনা ও সম্পত্তি বাজেয়াপ্তের জন্য উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হইবে এবং যেকোন সময় অবৈধ দখল উচ্ছেদ সহ আইনানুগ ব্যবস্থা করা হইবে। উপরোক্ত নোটিশ পাওয়া সত্ত্বেও সামছুর রহমান তার কাজ অব্যাহত রেখেছে।সওজের নোটিশ অমান্য করে সরকারি জায়গায় ভবন নির্মানের কাজ চলমান রাখায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সাথে সাথে সংশ্লিষ্ট উদ্ধতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ।
শ্যামনগরে আইন অমান্য করে সওজের জায়গায় ভবন নির্মাণ
পূর্ববর্তী পোস্ট