আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা কৃষি অফিসার শামিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর ইসলাম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুনীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পিআইও সেলিম খান, প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। উপ সহাকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে ১২৩৫টি ইঁদুর লেজ জমা দেওয়ায় উপ সহকারী কৃষি কর্মকর্তা আছাদুল ইসলাম ও ১১২০টি লেজ জমা দেওয়ায় বামনডাঙ্গা আইপিএম ক্লাবের সেক্রেটারী মাহনন্দ মন্ডলকে পুরস্কৃত করা হয়। সবশেষে একটি জীবিত ইঁদুর মেরে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট