গাজী আল ইমরান,শ্যামনগর ব্যুরোঃ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শ্যামনগরে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জি এম আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জি এম গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা স ম আব্দুস সাত্তার, কুমুদরঞ্জন গায়েন, শ্যামনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুজ্জামান সাইদ, সাবেক ছাত্রনেতা শেখ মনিরূজ্জামান টুটুল, শ্যামনগর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারূফ, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল সহ শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারূক হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১০ জানুয়ারী জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাঙালী স্বাধীনতার পরিপূর্নতা পেয়েছিলো সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন “ কবিগুরু তুমি বলেছিলে – সাড়ে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করোনি কবিগুরু তুমি দেখে যাও তোমার কবিতা আজ মিথ্যা প্রমানিত হয়েছে তোমার বাঙালি আজ মানুষ হয়েছে রক্ত দিয়ে জীবন দিয়ে তারা বাংলা মা কে স্বাধীন করেছে।