দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানউন্নয়নে ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলটি ১৯৭১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পরিবর্তন হওয়াতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। আর এই ধারাবাহিকতা ধরে রাখেতে রবিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের মাঝে একটি ডায়েরি ও একটি ক্যালেন্ডার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান জানান, ডায়েরীতে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের পড়া, বিদ্যালয়ের ও বাড়ির কাজ লিখে রাখবে। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরা প্রতি সপ্তাহের হাজিরা ও পড়ালেখার উপর মন্তব্য লিখবে যেটা পরবর্তী দিন অভিভাবকের স্বাক্ষর নিয়ে বিদ্যালয়ে দেখতে হবে। এতে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার বাহিরে কোন কিছু করলেই ধরা পড়ে যাবে। শিক্ষক ও অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের মাঝে ভ্রাতিত্ব বোধ গড়ে উঠার পাশাপাশি সকল রকম সমস্যা সহজে চিহ্নত করে সমাধান করা যাবে। রবিবার বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন উপলক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন আনন্দের সৃষ্টি হয়। এসময় বিদ্যালয়য়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এদিকে, বিদ্যালয়ের শিক্ষকদের এই উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন অভিভাবক স্থানীয়রা।
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নে ব্যতিক্রম উদ্যোগ
পূর্ববর্তী পোস্ট