পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় মেসার্স সানি ব্রিকস এর ইট প্রস্তুত এর জন্য মাটি বহনকালে এলাকাবাসি সড়ক অবরোধ করে বন্ধ করে দেয়। রোববার সকালে পাটকেলঘাটা বলরামপুরে অবস্থিত মেসার্স সানি ব্রিকস কাদিকাটি মাঠ হতে কৃষিজমির মাটি কেটে ভাটায় নেওয়ার সময় রাস্তা নষ্টহচ্ছে এ অভিযোগে সড়ক অবরোধ করে পরিবহন কার্য্যবন্ধ করে দেয়। ঘটনা অনুসন্ধানে দেখা যায়, এলাকার ভাটা মালিকরা তাদের ইচ্ছামত ভারি যানবহন দ্বারা গ্রামীণ সড়কগুলো দিয়ে মাটি পরিবহন করে রাস্তাগুলি নষ্টকরে ফেলছে যার খেসারাত দিতে হচ্ছে এলাকায় বসবাসরত জনসাধারণকে। বিশেষকরে বর্ষা মৌসুমে ভোগান্তি চরমে পৌছায় গ্রামের মানুষগুলি সে সময় এক বাড়ী হতে অন্য বাড়ী বা প্রয়োজনীয় কাজে বাজারঘাটে যেতে তাদের নাভিঃশ্বাস ওঠে, জরুরি রুগী চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হলে কোলে করে নেওয়ার অবস্থা তৈরি হয়। এলাকাবাসী প্রতিবাদ স্বরুপ প্রথমে রাস্তার মাঝে কচাগাছের গোড়া বসিয়ে দেয় কিন্তু ভাটা কর্তৃপক্ষ স্হানীয় জনপ্রতিনিধিদের ম্যনেজকরে সেটি উপড়ে ফেলে পুনরায় পরিবহন শুরু করলে এলাকাবাসী সড়ক অবরোধ করতে বাধ্য হয় এবং ভাটা মালিকদের এ অনৈতিক কাজের প্রতিবাদ জানায়।
পাটকেলঘাটায় সানি ভাটার মাটি বহনকালে এলাকাবাসীর সড়ক অবরোধ
পূর্ববর্তী পোস্ট