নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাঁচটি ইউনিয়নে সোমবার অনুষ্ঠিত পুনঃনির্বাচনে আওয়ামী লীগের তিনজন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করে গণনা শেষে সন্ধ্যা ৭টায় এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান, কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক ও কেরালকাতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম ও শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহিম বিজয়ী হয়েছেন। এছাড়া সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপ-নির্বাচনে রুহুল আমিন ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে আসাদুল ইসলাম ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, হাইকোর্টের নির্দেশে রোববার রাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। গত ২২ মার্চের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে ছয়টি ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে সদর উপজেলার চারটি বাদে বাকী ১০টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট