কালিগঞ্জ ব্যুরো: ‘শান্তি প্রতিষ্ঠায় সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে যুবা, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রকল্প পরিচিতি সভা সোমবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে ‘দি গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট এন্ড রেজিলিয়েন্স ফান্ডের’ অর্থয়ানে গৃহীত এই প্রকল্পের সার্বিক বিষয় অবহিত করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম. হুমায়ূন কবির। প্রকল্পের কালিগঞ্জ উপজেলার ফিল্ড ম্যানেজার অপরেশ পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান প্রমুখ। এসময় দৈনিক কালের চিত্র’র নির্বাহী সম্পাদক শরীফুল্যাহ কায়সার সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রেডিও নলতা এফএম এর স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক শেখ সাইফুল বারী, শেখ আনোয়ার হোসেন, হাফিজুর রহমান শিমুল, শেখ আবু হাবিব, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ইউপি সদস্য আলাউদ্দীন সোহেল ও মাহফুজা খাতুন, থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী সহ রোকেয়া মনসুর মহিলা কলেজ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, চৌমুহনী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।