দেবহাটা ব্যুরো : দেবহাটায় বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খন্দকার উপজেলা পরিষদ দর্শন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ, দেবহাটার সাবেক পৌরসভার ভবন, দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবিতলা ও রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পরিদর্শন করেছেন। সরকারের যুগ্ম সচিব ও স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খন্দকার বুধবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ দর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক মতিবিনময় সভায় মিলিত হন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ সকল দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। পরে তিনি দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ ও দেবহাটার সাবেক পৌরসভার ভবন, দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবিতলা এবং শেষে দেবহাটার ইছামতি নদীর তীরে অবস্থিত বিনোদন পার্ক রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী উপস্থিত ছিলেন।
যুগ্ম সচিব ও বিভাগীয় পরিচালকের দেবহাটা উপজেলা পরিষদ দর্শন
পূর্ববর্তী পোস্ট