আমিনুর, চাম্পাফুল প্রতিনিধিঃ কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্পাফুল আ. প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের ৯৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। প্রথম দিন সকাল ৯টার সময় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং পর্যায়ক্রমে অতিথিবৃন্দের আসন গ্রহণ, স্কাউট ও গার্লস গাইড কর্তৃক বিভিন্ন মহড়া প্রদর্শন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২৪ জানুয়ারি ৯৫ তম প্রতিষ্ঠা দিবসের শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে। ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম.রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম.ছায়েদুর রহমান, জেলা সহকারি শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নীলকণ্ঠ সোম, ম্যানেজিং কমিটির সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক আব্দুল হাকিম ও সহকারি শিক্ষক মণ্ডলী। সব শেষে ২০১৬ সালের বৃত্তি প্রাপ্ত, ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার জন্য পদকে ভুষিত করেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক উদয় ভাস্কর বন্দোপাধ্যায়।
পূর্ববর্তী পোস্ট