নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ পূর্বনারায়নপুর গ্রামের চালতেতলা সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে ৫দিন ব্যাপী শ্যামাকালী পূজা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক ডেকারেশন, সকল মানুষের অংশগ্রহণ, প্রতিমা শৈলী সব কিছু মিলিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে চালতেতলা এলাকাবাসী শ্যামাকালী পূজা উৎযাপন করেছে বলে জানা যায়। পূজার প্রথম দিন তারা যথারীতি ধর্মীয়চেতনায় মাকে সারারাত্রব্যাপী পূজা-অর্চনার মধ্য দিয়ে বরণ করে নেন। সকালে শত শত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ কমিটি। রাত্রে সঙ্গীত সন্ধ্যার আয়োজন বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমি মানুষের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। পরদিন রাত্রে “ড্যান্স বাংলা ড্যান্স” এর আয়োজন করা হয় সেটিও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে তারা দিনটি উদ্যাপন করে। পূজার চতুর্থ দিনে ধর্মীয় যাত্রা “কালো মেয়ের রাঙা চরণ” যা সকল মানুষকে চোখের জলে সিক্ত করেছে। সবকিছু মিলিয়ে গতকাল শত শত ভক্তদের উপস্থিতিতে অত্র এলাকার সকল মানুষ সম্মিলিতভাবে শ্যামাকালী মাকে বিসার্জন দিয়েছে। পুলক কুমার ঘোষের নেতৃত্বে অত্র এলাকার যুবক সম্প্রদায়সহ চালতেতলার সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের অনুষ্ঠান করা সম্ভাব হয়েছে বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট