মাহফুজুর রহমান তালেব: শনিবার বিকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে রসের মেলা-২০১৮ উপলক্ষ্যে বর্ণাঢ্য পিঠা-পুলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
বুড়িগোয়ালিনী ইউ.পি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জগলুল হায়দার আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ৯ বৎসরের উন্নয়ন চিত্রের উপর আলোকপাত করেন, তিনি তার বক্তব্যে বলেন, একদিকে সততার রাজনীতি দেখছি। অপরদিকে দুর্নীতি, জ্বালাও পোড়াও রাজনীতি, বিএনপির অপরাজনীতি। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। দেশের উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে যায়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে ছেয়ে যায়। তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নে এই প্রথম পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে বিবেচিত হয়েছে। সেকারণ এই ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রয়েছে। তিনি আরও বলেন, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ২০১৮ সালের মধ্যে শ্যামনগর উপজেলার শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ-এর বাতি জ্বলবে। পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ী বাঁধ অতি দ্রুত পুননির্মাণ হবে এব্যাপারে পর্যাপ্ত বরাদ্দ আছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই আমরা বরাদ্দ পেয়ে ক্ষতিগ্রস্ত পাউবোর বেড়ী বাঁধ পুনর্নির্মাণ করতে পারব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ: রউফ, গোলাম মোস্তফা, আ: রসিদ এবং হরেকৃষ্ট মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি জগলুল হায়দারের সহধর্মীনি ফাতেমা হায়দার রওজা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, এনজিও ফোরাম সভাপতি লূুফর রহমান, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং শ্যামনগর প্রেস ক্লাব ও সুন্দরবন সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ। পরিশেষে তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পৃথক ৯টি স্টলসহ মোট ১০টি পিঠা-পুলির ষ্টল ঘুরে ঘুরে দেখেন এবং ভূঁয়সী প্রশংসা করেন।
২০১৮ সালের মধ্যে শ্যামনগর শতভাগ বিদ্যুতায়িত হবে -এমপি জগলুল হায়দার
পূর্ববর্তী পোস্ট