নিজস্ব প্রতিবেদক: কবিতা পরিষদ সাতক্ষীরা’র উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দ্বাদশ কবিতা উৎসব ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় মোবাইলের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের আহবায়ক মন্ময় মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত থেকে আগত বিশিষ্ট কথাসাহিত্যিক অমর মিত্র। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল মান্নান, কাজী ওলিউল্লাহ, কবি পিয়াস মজিদ। পরিষদের সভাপতি কবি আমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন। শোকপ্রস্তাব পাঠ করেন কবি দিলরুবা রোজ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির যুগ্ম আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। সেমিনার পর্বে শুভ্র আহমেদের সভাপতিত্বে কবিতা জীবনের জন্য মূল প্রবন্ধ পাঠ করেন কবি সিরাজুল ইসলাম। এ পর্বে আলোচনা করেন গাজী আজিজুর রহমান, বিশ্বজিৎ সাধু ও কবি স ম তুহিন। এরপর শাহানা মহিদের সভাপতিত্বে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবিতা পরিষদ’র আয়োজনে দেশের ও বিদেশের কবি-সাহিত্যিক, সাংবাদিক, পৃষ্ঠপোষক, গুণাগ্রাহী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন। উৎসবের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের এবং সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাকসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া উদ্বোধনের পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারের উৎসবে কবিতা পরিষদ পুরস্কারে ভূষিত হয়েছেন যথাক্রমে কবিতায় কবি সালেহা আকতার, প্রবন্ধ সাহিত্যে শুভ্র আহমেদ, সাহিত্যে শামসুজ্জামান খান, সংগীতে তৃপ্তিমোহন মল্লিক, শিক্ষায় অধ্যক্ষ আব্দুর রহমান, গবেষনায় ড. মিজানুর রহমান এবং নাট্য সাহিত্যে জি. এম. সৈকত।
পূর্ববর্তী পোস্ট