কালিগঞ্জ ব্যুরো: মুসলিম রেঁনেসার অগ্রদূত দানবীর, প্রাক্তন জেলা পরিষদের (খুলনা) সদস্য, খাঁন বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক খান বাহাদুর মোবারক আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী শনিবার অনুষ্ঠিত হয়েছে। মৃতবার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বাদ জোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, খানবাহাদুর মোবারক আলী দেশ ও মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছেন। তিনি গরিব রোগীদের চিকিৎসার জন্য নিজ অর্থে ডাক্তারখানা ও স্টাফ কোয়াটার নির্মাণ, নলতা প্রাইমারি স্কুল (বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়) স্থাপন, কুলিয়া নদীর উপর লোহার ব্রীজ নির্মাণ, মোবারক আলী জুনিয়ার মাদ্রাসা স্থাপন, নলতা মোবারক নগর কমিউনিটি হল স্থাপন, সাতক্ষীরা কো-অপারেটিভ ব্যাংক স্থাপন, নলতা নৈশ বিদ্যালয় স্থাপন, বিল গুল্লের খালের বাঁধ, তারালী খালধার ও বেড়ীবাঁধ, নলতা মোবারকনগর ডাকঘর, নলতা ইউনিয়ন পরিষদ, নলতা মা ও শিশু হাসপাতাল, পাকা রাস্তাসহ ও বহু মসজিদ নির্মাণ করে গেছেন।
পূর্ববর্তী পোস্ট