বিনোদন ডেস্ক: প্রায় দুই মাস বিরতি দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা সারিকা করিম। একসঙ্গে ‘কিলার’ ও ‘আমন্ত্রণ’ নামের দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন তিনি।
শনিবার থেকে কক্সবাজারের লোকেশনে নাটক দুটির শুটিং শুরু হয়েছে। দুটি নাটকের টানা চার দিন কাজ হবে সেখানে। দুটি নাটকেই সারিকার বিপরীতে অভিনয় করছেন ইমন।
ঈদুল আজহার পর থেকেই আরো কোনো নাটকে অভিনয় করা হয়নি এই অভিনেত্রীর।
এ বিষয়ে সারিকা জানিয়েছিলেন, তার দেড় বছরের মেয়ে অসুস্থ থাকায় অভিনয় করতে চাননি। বলেছিলেন, ‘আগে আমার মেয়ে। তারপর অভিনয়’।
সারিকা বলেন, ‘এখন আমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে। তাই কাজে ফিরে আসলাম’।