এম বেলাল হোসাইন: জলাবদ্ধতা নিরসন, সকল নদী খাল পুনর্খনন, বাইপাস সড়ক আলীপুর চেকপোস্ট পর্যন্ত সম্প্রসারণ, সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, সুন্দরবন এলাকায় পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র ও ভোমরা স্থল বন্দরকে আধুনিকায়নের দাবিতে সোমবার বিকাল ৪টায় নাগরিক আন্দোলন মঞ্চের এক মতবিনিময় সভা নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার ও স্বপন শীল, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারের সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. ওসমান গণি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, অগ্রগতির পরিচালক আব্দুস সবুর, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, জেলা রেস্তোর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বাসদের সংগঠক এড. খগেন্দ্র মন্ডল, সাংবাদিক বরুণ ব্যনার্জী, সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক পলাশ রহমান, আমির হোসেন খান চৌধুরী, সুশীলনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, উত্তরনের এড. মনির উদ্দীন, রওনক বাসার, লোদী ইব্রাহিম, ওমর আলী সরদার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতার নিরসনের জন্য অবিলম্বে সাতক্ষীরার বেতনা, প্রাণ সায়ের খাল, মরিচ্চাপসহ সকল নদী,খাল খনন, সকল বিলের অপরিকল্পিত চিংড়ী চাষ বন্ধ এবং পানি নিষ্কাশনের সংযোগ খালগুলো খনন করা না গেলে সাতক্ষীরা জেলাব্যাপী ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়তে হবে। এই ব্যাপারে প্রশাসনকে বার বার বলা শর্তেও প্রশাসন জলাবদ্ধতা নিরসনের কোন ব্যবস্থা গ্রহণ করছে না। অবিলম্বে যদি প্রশাসন পানি নিস্কাশনের ব্যবস্থা না করে তবে সাতক্ষীরা জেলায় অনেক নতুন নতুন এলাকা জলাবদ্ধতার শিকার হবে।
এছাড়া সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি বাইপাস সড়কটি সম্প্রসারণ করে আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত করা, সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পৌরসভাসহ জেলার সকল রাস্তাঘাট দ্রুত মেরামত, রেল লাইন, সুন্দরবনকে পরিবেশন বান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা এবং ভোমরাস্থল বন্দরে আধুনিক অবকাঠামো নির্মাণ করে সকল পণ্য আমদানি রপ্তানির ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বাজেটে বরাদ্ধ রাখার আহ্বান জানান।
সভায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণের জন্য হাফিজুর রহমান মাসুমকে আহবায়ক, ইঞ্জিনিয়র আবিদুর রহমান, আব্দুস সবুর, পলাশ রহমান, এড. মনির উদ্দীন, মনিরুজ্জামান ও রওনক বাসারকে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে একটি তথ্য নির্ভর প্রতিবেদন তৈরি করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী মার্চ এর ৩য় সপ্তাহের যে কোন দিন সাতক্ষীরায় বিশেষজ্ঞদের নিয়ে এ সংক্রান্ত একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট