নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা বিরোধী বই ক্রয়, বিক্রয় ও বাজারজাত না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার কে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ ফেব্র“য়ারি ০৫.৪৪.৮৭০০.০১০.৫৪০.১৮ নং স্মারকে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাকির হোসেন এক নির্দেশ দেন। নির্দেশে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি কিছু অসাধু পুস্তক প্রকাশন মহান স্বাধীণতা বিরোধী পুস্তক প্রকাশপূর্বখ বাজারজাতকরনের মাধ্যমে দেশের ছাত্র সমাজ/জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। দেশ, জাতি ও ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে কতিপয় অসাধু পুস্তক প্রকাশক/ ব্যবসায়ীদের এ ধরনের অপচেষ্টা রোধ করা প্রয়োজন। যে কারণে জেলা কোন শিক্ষা প্রতিষ্ঠান যাতে মহান স্বাধীনতার চেতনা বিরোধী কোন ধরনের বই ছাত্র-ছাত্রীদের মাঝে প্রচলন করতে না পারে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট