আরাফাত হোসেন লিটন: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ৩৩ তম ইসলামী মহা সম্মেলন ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হতে শুরু হচ্ছে। আলহাজ্জ আলিম বক্স শাহ্ ওয়ার্ছি প্রতিষ্ঠিত কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার উদ্যোগে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. এবং ১০, ১১ ও ১২ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিন ব্যাপি ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন বাদ ফজর হতে আছর পর্যন্ত পবিত্র তেলোয়াতে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া। বাদ মাগরিব হতে জেকের আসকার ও মিলাদ মাহফিল। ১ম দিন বৃহস্পতিবার যে সমস্ত আলেম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করবেন তারা হলেন- মুফতি মুহাদ্দেস হযরতে মাওলানা মো. শহিদুল ইসলাম পাটান (খতিব, কুতুববাগ শাহী জামে মসজিদ, ঢাকা), হযরত শাহসুফী আবু আইয়ুব আনসারী (সাতক্ষীরা), ক্বারী মো. আলাউদ্দীন (খতিব, গান্ধুলিয়া জামে মসজিদ, মৌতলা) ও হযরত মাওলানা মো. আঃ মোমিন (নলতা শরীফ, সাতক্ষীরা)। ২৩ ফেব্রুয়ারি, ১১ফাল্গুন শুক্রবার দিবা -রাত্র ওয়াজ মাহফিল, হামদ ও নাত। মাহফিলে আলোচনা রাখবেন -আলহাজ্জ মাওলানা আ ন ম মাসুদ হোসাইন আল ক্বাদরী ( খতিব, ইমাম হোসাইন ইবনে আলী রা: জামে মসজিদ এবং নির্বাহী সচীব আহালে সুন্নাত আল জামাত, ঢাকা), হযরত মাওলানা মো. আশরাফুল ইসলাম (খতিব, কালিগঞ্জ থানা জামে মসজিদ, সাতক্ষীরা ), পীরে তরিকাত মুফতি আবু সাফুয়ান মো. আশরাফুল ওয়াদুদ (কামিল, হাদিস ,ফিকাহ, তাফসীর প্রথম শ্রেণি ও খতিব, শাহেস্তানগর গাউছিয়া জামে মসজিদ ) সহ অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। ২৪ ফেব্রুয়ারি, ১২ ফাল্গুন শনিবার বাদ ফজর হতে সকাল ৯টার মধ্যে আখেরী মোনাজাত। সকাল ১০টার পর নলতা শরীফে হজরত শাহসুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর পাক রওজা শরীফ জিয়ারত ও চাদর পেশ। উক্ত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে দো’জাহানের অশেষ নেকী হাসেলের জন্য অত্র সংস্থার সাধারণ সম্পাদক ও ইসলামী মহা সম্মেলন উদযাপন কমিটির আহব্য়াক আলহাজ্জ মো. আকদাছ হোসেন মন্টু সকল ধর্মপ্রাণ মুসল্লীদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।