রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবসে কলম্বোতে বসছে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এতে সাকিবকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে। অবশ্য এই ক্যারিবীয় পেসার বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার মূল দায়িত্ব পেয়েছেন তিনি।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, এই কদিনের আলোচনায় একটা কথা আলোচনা এসেছে, সিনিয়র কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে ভালো হবে। সে বিবেচনায় শুধু নিদাহাস ট্রফিতে ওয়ালশ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
কারণ, এই সিরিজের আগে আমরা নতুন কাউকে পাচ্ছি না। তাই ক্যারিবীয় পেসারকে এই দায়িত্ব দেওয়া হয়।