কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিণ কুলিয়া পাগলা পুকুর ধার নামক স্থানে সোমবার বিকাল ৪টায় ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব মোঃ আসাদুল ইসলাম কে গণ সংবর্ধনা দিয়েছেন এলাকার জনগণ। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে মাষ্টার হাবিবুর রহমান এর সভাপতিত্বে নব নির্বাচিত ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আসাদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ১লাখ টাকার মালা দিয়ে বরণ করেন তুহিন, জাহাঙ্গীর, মজনু, মুকুল,ফারুক, শাহিন ও সর্বস্তরের জনগণ। এসময় আরও উপস্থিত ছিলেন কুলিয়া ইউপিএর প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, ইউপি সদস্যা শিরিনা রসুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হাফিজুর রহমান, জামাল গাজী, সামাদ গাজী, ওহাব গাজী, রেজাউল করিম, আঃ কাদির, ডাঃরবিউল ইসলাম, আরিফ বিল্লাহ প্রমুখ। নব নির্বাচিত ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আসাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ কৃতিত্ব আমার একার নয়, আপনাদের সকলের সহযোগিতার কারনেই আমি নির্বাচিত হয়েছি। তাই এলাকার উন্নয়নে সবাই আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ওমর ফারুক মুকুল।
পূর্ববর্তী পোস্ট