জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রতারক চক্রের খপ্পরে অভিনব কায়দায় ২লক্ষাধিক টাকা খোয়ালো প্রবাসীর স্ত্রী। ঝাউডাঙ্গা বাজারের সালাম টেলিকম থেকে প্রতারক চক্রের ১৭টি বিকাশ ও রকেট এ্যাকাউন্ট নম্বরে মোট ২লক্ষ ৩৫ হাজার ৪শত নব্বই টাকা বিকাশ করেছে ঝাউডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী জেসমিন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলায় ঝাউডাঙ্গা মাদ্রাসার মসজিদ পাড়া এলাকায়। সরেজমিন জহুরুল ইসলামের নিকট থেকে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ঝাউডাঙ্গা বাজারের সালাম টেলিকম থেকে প্রতারক চক্রের রকেট ও বিকাশের একাধিক নম্বরে পর্যায়ক্রমে টাকা ট্রান্সফার করা হয়। সালাম টেলিকমের স্বত্ত্বাধিকারী জহুরুল ইসলাম বলেন, মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের নিকট টাকা পাঠানোর কথা বলে তার স্ত্রী রকেট ও বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। কিছু টাকা পাঠানোর পরে সন্দেহ হলে, তিনি রকেট ও বিকাশকৃত টাকা গুলো দিতে বলেন। কিন্তু তিনি তা না দিয়ে সবগুলো টাকা পাঠাতে বলেন। তিনি তার কাছে থাকা ব্যাগ দেখিয়ে বলেন, সব টাকা আমার কাছে আছে। পাঠানো শেষ হলে টাকা পেয়েছে কি না জেনে তারপর দেব। একে একে মোট ২লক্ষ ৩৫ হাজার ৪শত নব্বই টাকা বিকাশ ও রকেট করা হলেও একটি টাকাও জেসমিন আমাদের দেয়নি। কিছুক্ষণ পরে সে জানায় তার নম্বরে ২০লক্ষ টাকা আসার কথা, কিন্তু সময় যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে তার প্রতিক্ষার প্রহর, নরক যন্ত্রনা। প্রতারক চক্রের খপ্পরে পড়ে হারাতে হয়েছে স্বামীর কষ্টে অর্জিত ২লক্ষাধিক টাকা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পূর্ববর্তী পোস্ট