এ মৌসুমে এখনো অপরাজিত বার্সেলোনা। শুরু থেকেই পয়েন্ট টেবিলে একক আধিপত্য তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও কোনোভাবেই লড়াইয়ে ফিরতে পারেনি। তবে গতরাতে পয়েন্ট ভাগাভাগির ফলে বার্সার ঘাড়ে গরম নিঃশ্বাস ছাড়ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ থেকে এ দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র ৫।
লাস পালমাসকে হারিয়ে ফের সাত পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু পুঁচকে দলটির মাঠে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা হোঁচট খাওয়ায় লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে।
বৃহস্পতিবার লা লিগায় অবনমন অঞ্চলের দল লাস পালমাসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথমার্ধে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজমও করতে হয়।
ম্যাচের ২১তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায়। এবারের লিগে এটা তার ২৩তম গোল। দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করা পালমাস ৪৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জোনাথন কায়েরির সফল স্পট কিকে সমতায় ফেরে। সের্হিও রবের্তোর বিরুদ্ধে মাতিয়াসকে ফেলে দেয়ার অভিযোগে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ।
২৬ ম্যাচে শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৬, আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১।