বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য চলতি বছরের প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ভিক্টরিতে এক সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী এ হজ প্যাকেজ ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম জানান, ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের বাইরে হজযাত্রীদেরকে নিজস্ব অর্থায়নে (৫০০ রিয়েল) পশু কোরবানি করতে হবে। প্রতিটি হজ এজেন্সিকে কমপক্ষে দুটি প্যাকেজ ঘোষণা করতে হবে। তবে কেউ সর্বনিম্ন প্যাকেজের চেয়ে কম টাকা নিতে পারবে না। আগামীকাল থেকে ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে হলে সর্বনিম্ন ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে বিমান ভাড়া বাবদ ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই প্যাকেজে কোরবানির মূল্য ধরা হয়নি। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স হজযাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে ভাড়া বেশি নিচ্ছে অভিযোগ করে তিনি প্রয়োজনে থার্ড ক্যারিয়ার খুলে দেয়ার আহ্বান জানান।
হাবের মহাসচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা। আগামী ১৫ মার্চের মধ্যে স্ব স্ব হজ এজিন্সেতে টাকা জমা করতে হবে। তিনি আরো বলেন, আগামীকাল ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।