নিজস্ব প্রতিবেদক : যাত্রাপালা শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চার টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল্লাহ ধাবক (১৬)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের বাবলু ধাবকের ছেলে।
স্থানীয়রা জানান,উপজেলার বামনখালি বাজারে সাতদিন ব্যাপি যাত্রানুষ্ঠানের নামে জুয়ার আসর ও পুতুল নাচ চলছিল। মঙ্গলবার ছিল শেষ দিন। আয়োজক কমিটির সভাপতি হিসেবে যুগিখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক হিসেবে রবিউল হাসান এ অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
তারা আরো জানান, যাত্রাপালা শেষে বুধবার ভোরে সাড়ে চারটার দিকে আব্দুল্লাহ বাড়ি যাওয়ার জন্য একটি পাথর ভর্তি ট্রাকে ওঠার সময় তার ডান পা চাকার তলায় পড়ে। এতে সে চাকার নীচে পড়ে মারাত্মক জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে বুধবার সকাল সোয়া ৬টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানতে চাইলে যাত্রাপালা আয়োজন কমিটির সভাপতি আবুল বাসার জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে তারা এ অনুষ্ঠানের উদ্যোগ নিলেও এসএসসি পরীক্ষার কারণে অনুমতি মেলেনি। পরবর্তীতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোন জুয়া খেলা বা অনৈতিক কোন কর্মকাণ্ডের কথা অস্বীকার করেন তিনি।
সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোঃ মাজরিহা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।