দেবহাটা প্রতিনিধি: আগামী ১৫ নভেম্বর থেকে সাতক্ষীরায় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। উক্ত খেলার উদ্বোধনী খেলায় দেবহাটা উপজেলা অংশগ্রহণ করবে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুয়ায়ী এবছর বাইরের কোন খেলোয়াড় নেয়া যাবেনা। সেই উপলক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা থেকে ২৫জন খেলোয়াড়কে বাছাই করে দেবহাটা ফুটবল মাঠে বৃহষ্পতিবার সকাল ১০ টায় প্রস্তুতির উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক শিক্ষক আফছার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুখ হক, ক্রীড়া ব্যক্তিত্ব পারুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ উপজেলার ক্রীড়ামোদী সকলে উপস্থিত ছিলেন। এসময় সকল খেলোয়াড়বৃন্দ উদ্বোধনী খেলায় জয়লাভের জন্য কিভাবে খেলা যাবে সে বিষয়ে আলোচনা করেন এবং খেলার প্রস্তুতির লক্ষ্যে প্রশিক্ষণ নেন। আগামী ৪ দিন এই প্রশিক্ষনী অনুষ্ঠান চলবে বলে আনোয়ারুল হক জানান।
পূর্ববর্তী পোস্ট