নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন বলেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার একটি অংশ। সুষ্ঠ সাংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। কিন্তু বর্তমানে আমাদের সংস্কৃতি আজ বিদেশী আগ্রাসনের শিকার। সা¤্রাজ্যবাদী বিদেশী শক্তিও বসে নেই। তারা আমাদের সংংস্কৃতিকে ধ্বংস করতে নানা মুখী ষড়যন্ত্র শুরু করেছে। বিদেশী আগ্রাসনের হাত থেকে আমাদের এই দেশের সংস্কৃতিকে বাঁচাতে হলে মাঝে মাঝে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে। এ ছাড়া জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করতে হবে।
মঙ্গলবার দুপুর ১২ টায় মহান স্বাধীনতা দিবস ও বসন্ত বরণ উৎসব উপলক্ষে ‘বন্ধ করেনা পাখা’ এই স্লোগানে ২ ব্যাপী ‘স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা দীপালোক একাডেমীর আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপনি দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সাতক্ষীরা দিপালোক একাডেমীর পরিচালক সাংবাদিক বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলাম, সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ প্রমূখ।
এসময় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করা হয়। এছাড়া সাতক্ষীরা দীপালোক একাডেমীর শিল্পীরা গান ও নৃত্যের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধ ও বসন্তের চিত্র শিক্ষার্থীদের সামনে ফুটিয়ে তোলেন। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট