প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা ডিজএ্যাবল্ড হেলথ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভাপতির পক্ষে মো: ফারুক হাসান সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর, সাতক্ষীরার) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো: এম এ বারী, সিপিপিএফ (ডিপিও সংগঠনের সদস্য এবং প্রকল্পের কর্মীবৃন্দ। প্রকল্পের গত তিন মাসের অর্জন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা এবং হাসপাতাল কতৃপক্ষের কাছে কিছু দাবি নিয়ে তৈরিকৃত প্রেজেন্টেশন মাল্টিমিডিয়ার মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার মো: আবুল হোসেন। আগামী ২রা এপ্রিল সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন এনজিও এর যৌথ উদ্যোগে অটিজম দিবস পালন হবে । উক্ত দিবসে উপস্থিত সকলে উপস্থিত থাকতে বলেন প্রকল্পের জেলা ম্যানেজার। তিনি আরও বলেন আগামী মাসে প্রকল্পের ইভালুয়েশন হবে। ডিপিও সদস্য আমিনুর রহমান উক্ত ইভালুয়েশন টিমের সাথে কাজ করবেন।
সদর উপজেলা ডিজএ্যাবল্ড হেলথ কমিটির ত্রৈমাসিক সভা
পূর্ববর্তী পোস্ট