চলে গেলেন তিয়াসা। পাঁচদিন ধরে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত হার মানতে হল এসএসকেএম -এর চিকিৎসকদের। মৃত্যু হলো কলকাতার উঠতি মডেল তিয়াসা মজুমদারের।
গত ১ এপ্রিল বাড়ির ছাদ থেকে পড়ে যান তিয়াসা। পরিবারের একাংশের দাবি, তিনি মানসিক অবসাদে ভুগে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এ । গত কয়েকদিনে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। আজ মৃত্যু হয় তাঁর।
দীর্ঘদিন ধরে মডেলিং ক্যারিয়ার নিয়ে অবসাদে ভুগছিলেন তিয়াসা। পেশাগত দিক থেকে সাফল্য আসছিল না। অভিযোগ, প্রায়ই বাড়িতে চিৎকার চেঁচামেচি করতেন। কয়েক মাস ধরে স্নায়বিক রোগের চিকিৎসাও চলছিল তাঁর।
হাসপাতালে থাকা অবস্থায় পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করলেও, তিয়াশার কোনও বয়ান পায়নি। এখন পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনার সন্ধানে পুলিশ। দক্ষিণ কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন উঠতি মডেল তিয়াশা মজুমদার।