আশাশুনি প্রতিনিধি: আশাশুনি কলেজের প্রদর্শক নফিল উদ্দিন সরদারের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বড়দুর্গাপুর গ্রামের নফিল উদ্দিন সরদার শুক্রবার স্ব-পরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ির ভিতরে ঢুকে ঘরের তালা ভেঙ্গে তিনটি কক্ষের আলমারী ও শোকেচের তালাচাবি ভেঙ্গে স্বর্ণ ও রৌপ্য অলংকার, মূল্যবান কাপড়-চোপড়, নগদ ১২ হাজার ৫শ’ টাকা এবং একটি কম্পিউটার ও একটি বাই সাইকেল চুরি করে নিয়ে যায়। চোরাই মালামালের মুল্য আনুমানিক লক্ষাধিক টাকা। বাড়ির মালিক শনিবার সকালে বাড়িতে ফিরে চুরির ঘটনা জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন। এছাড়া সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন খোজখবর নিতে সেখানে যান।
পূর্ববর্তী পোস্ট