নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলরা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, সাতক্ষীরা এক নান্দনিক জনপদের জেলা। এ জেলায় শুধু সম্পদে পরিপুর্ণ নয় জেলা খেলোয়াড়ের এক উজ্জল চারুন ভূমি। সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গনের এক উজ্জল নক্ষত্র। তিনি বলেন, আজকে বাংলাদেশ মাদকে পরিপুর্ন হয়ে গেছে। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ভিক্ষুকমুক্ত দেশ গড়তে চাই। আমরা এ দেশ থেকে যেমন জঙ্গিবাদকে নির্মুল করতে সক্ষম হয়েছি সেভাবে মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে কাজ করতে হবে যাতে যুব সমাজ মাদকের করাল গেরাস থেকে ফিরে এসে খেলাধুলায় মনোযোগ দিতে পারে। বাংলাদেশ মৎস্য, কৃষি, গার্মেন্টস, ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র ফুটবলে আমরা পিছিয়ে আছি। তার প্রমাণ মাত্র ৩০ লক্ষ জনগনের দেশ ভুটান তাদের সাথে ফুটবল খেলা করে ১৬ কোটি জনগনের দেশ বাংলাদেশ হেরে গেছে। সাতক্ষীরায় জন্ম নিয়েছে অনেক খেলোয়াড়ের। ক্রিকেট অঙ্গনে সাতক্ষীরা জেলাকে বাংলাদেশ তথা বিশ্বের বুকে পরিচিত করেছে ক্রিকেটার সৌম্য, মুস্তাফিজুরসহ আরো অনেক খেলোয়াড়। আর সাতক্ষীরা জেলা ফুটবল অঙ্গনকে কে পরিচিত করেছে সাবিনা। বাংলাদেশের প্রতিটি ক্রীড়াঙ্গনে যেন সাতক্ষীরার খেলোয়াড় থাকে সে লক্ষে আমাদের সকলকে কাজ করতে হবে। বের করে আনতে হবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের। তিনি আরোও বলেন, এ স্টেডিয়ামে এক সময় গুরু ঘাস খেত। সেই স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কাপ ফুটবল খেলা শুরু হয়। এখনও সেই খেলা চলমান থাকায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। এ খেলার মাধ্যমে সাতক্ষীরা জেলা থেকে আরো অনেক গুনি খেলোয়াড় বেরিয়ে আসবে বলে অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ডিসপ্লে, থিমসংসহ বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জেলা প্রশাসক কাপ ফুটবল টূর্ণামেন্ট-১৬। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে ও এনডিসি আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট সৈয়দ ফারুক আহমেদ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, জেলা ফুটবল ফেডারশনের সভাপতি ইঞ্জি: সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দ্দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় দেবহাটা উপজেলা দলকে ১/০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে কালিগঞ্জ উপজেলা দল। খেলায় কালিগঞ্জ উপজেলা দলের খেলা শুরুর ৭ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল। খেলায় দেবহাটা উপজেলা ফুটবল একাদশে কাবিজের নেতৃত্বে অংশ গ্রহন করে মামুন, তোতন, দীপক, সোহাগ, সাদ্দাম, মহানন্দা, এমরান, ফারুক, সাব্বির, সাইফুল প্রমুখ এবং কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশে রবিউলের নেতৃত্বে খেলায় অংশ গ্রহন করেন শামীম, জাহিদুর, সুমন, কামরুল, লিটন, জাহিদ, রাসেল, সাহাবুদ্দিন, সাইদুর, আলম প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল গফ্ফার, নাসির, আবু হায়াত বাবলু, কাকন। বুধবার দ্বিতীয় দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে সাতক্ষীরা সদর বনাম কালিগঞ্জ উপজেলা দল।
পূর্ববর্তী পোস্ট